ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

নোয়াখালীতে হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৪
নোয়াখালীতে হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

নোয়াখালীর জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

দগ্ধ ৩ জনকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। অপর আহত ৪ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এরা হলেন, এমরান (৩৮), জলিল (৩২), মেহেদী (২২) ও অহিদুল ইসলাম (৩৫)। গুরুতর দগ্ধ ৩ জনের পরিচয় জানা যায়নি।

শনিবার (৩১ আগস্ট) রাতে জেলা শহরের হাসপাতাল রোডের বেসরকারি আদর হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে হাসপাতালটির প্রথম ফ্লোরের নিচে সেফটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে। সেপটিক ট্যাংকের উপরে হাসপাতালের বিশাল জেনারেটর থাকায় সেটারও বিস্ফোরিত হয়। এসময় হাসপাতালের ফার্মেসির এক অংশ দেবে যায়। বিস্ফোরণের কারণে লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।

সাহেদ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওই সময় আদর হাসপাতালের পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। লোকজনের ছোটাছুটির কারণে তিনিও ভয় পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর গিয়ে তিনি দেখতে পান বেশ কযেকজন আহত হয়ে পড়ে রয়েছেন। এর মধ্যে ৩ জনকে আগুনে দগ্ধ হওয়ার মতো লাগে। স্থানীয়রা দ্রুত তাদেরকে পাশের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ আবুদল আজিম জানান, গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৩ জন দগ্ধ ছিলেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতরা এই হাসপাতালে ভর্তি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত একজন সেবক জানান, দগ্ধদের অবস্থা খুবই সংকটাপন্ন। তাদের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস বিভাগের নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন,  বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সুজন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়