ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লোহাগড়ায় নারীর ‌‘আত্মহত্যা’

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১ সেপ্টেম্বর ২০২৪  
লোহাগড়ায় নারীর ‌‘আত্মহত্যা’

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামে শিখা রাণী বিশ্বাস (৪৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছে পরিবার। 

মারা যাওয়া শিখা রানী বিশ্বাস পৌরসভার কুন্দসী গ্রামের বিজুস বিশ্বাসের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিখা রাণী বিশ্বাস। সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা শিখা রাণী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়