ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর রিমান্ডে

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১ সেপ্টেম্বর ২০২৪  
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর রিমান্ডে

পৃথক দুই হত্যা মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত রিমান্ড মঞ্জুর করেন। মামলা নং - ৭(৮)২৪, ৮(৮)২৪। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আড়াইহাজার থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তিনদিন করে ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া পৃথক দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরো পড়ুন:

গত ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গ্রেপ্তার হন নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তারা সাবেক মন্ত্রীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়