ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

রুপগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১ সেপ্টেম্বর ২০২৪  
রুপগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা জিহাদ (২০) নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র তাকে ছুরিকাঘাত করা হয়। 

নিহত জিহাদ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ড এলাকার জামাল মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিতে দারোয়ান বাবুর সঙ্গে জামাল মিয়ার বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ওই বিরোধের জের ধরে দারোয়ান বাবুর লোকজনের সঙ্গে জামাল মিয়ার লোকজনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর দারোয়ান বাবুর লোকজন জামাল মিয়ার ছেলে জিহাদকে ছুরিকাঘাত করে। এ সময় জিহাদ রক্তাক্ত জখম হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নিহত জিহাদের মা রিনা বেগম দাবি করেছেন, গত ৮ মাস আগে জিহাদের কাছ থেকে একই এলাকার শিপলু ও আবু বকর ১৭০০ টাকা ধার নেয়। এ টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে কথা কাটাকাটি হয়। পরে তারা জিহাদকে মারধর করে। একপর্যায়ে আবু বক্কর নামের একজন ধারালো ছোরা দিয়ে জিহাদকে আঘাত করে।  

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, চনপাড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছেন। তবে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অনিক/বকুল  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়