ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনিম হাসান (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অনিম নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।
তিনি বলেন, ‘সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরবে বিরতি না থাকা সত্ত্বেও ওই যুবক ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে নিহত হন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ঘটনার সময় ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন অনিম হাসান। এ সময় পা পিছলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুমন চক্রবর্তী/সনি