ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

আবর্জনা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ ম্যাগজিন উদ্ধার

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:০৬, ২ সেপ্টেম্বর ২০২৪
আবর্জনা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ ম্যাগজিন উদ্ধার

নাটোরে সড়কের পাশের আবর্জনা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার কারবালা মোড় এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, রাতে সড়কের পাশের ময়লা আবর্জনার মধ্যে একটি চকচকে কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা একটি পিস্তল ও ম্যাগজিন দেখতে পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিস্তল, দুইটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর থেকে ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কিভাবে কে বা কারা অস্ত্র ও গুলি সেখানে রেখে গেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরিফুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়