ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পিরোজপুরে বিশ্ববিদ্যালয় ও উপজেলার নাম পরিবর্তন দাবিতে স্মারকলিপি

পিরোজপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:১৮, ২ সেপ্টেম্বর ২০২৪
পিরোজপুরে বিশ্ববিদ্যালয় ও উপজেলার নাম পরিবর্তন দাবিতে স্মারকলিপি

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

পিরোজপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের’ নাম পরিবর্তন এবং জেলার ‘ইন্দুরকানী উপজেলার’ নাম পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ ঘোষণার দাবিতে স্থানীয়রা স্মরকলিপি দিয়েছেন। সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।

‘স্থানীয় সচেতন নাগরিকগণের’ নামে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি সূত্রে জানা গেছে, একই নামে মাত্র ৪০ কিলোমিটার দূরে গোপালগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি একই নামে দুটি বিশ্ববিদ্যালয় থাকলে প্রশাসনিক কাজসহ বিভিন্ন বিভ্রাটের সৃষ্টি হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়, শত শত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যা প্রতিষ্ঠানের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষায় বাধা সৃষ্টি করে। 

আরো পড়ুন:

গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন শিক্ষা মন্ত্রণালয়। সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পুরাতন সিও অফিস সংলগ্ন স্থানে এর অস্থায়ী কার্যালয় চলছে। চলতি মাসে এর প্রথম পাঠদান কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।  

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলার সর্ব পশ্চিতে অবস্থিত ইন্দুরকানী থানার জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। গত ২০০১ সালে বিএনপি সরকারের সময় স্থানীয়দের দাবির মুখে ইন্দুরকানী থানাকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ‘জিয়ানগর উপজেলা’ নামকরণ ঘোষণা করা হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ঈর্ষান্বিত হয়ে জিয়ানগর উপজেলাকে ইন্দুরকানী উপজেলা ঘোষণা করে। উপজেলাটি সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে।

জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ও উপজেলার নামকরণ পরিবর্তনের দাবি নিয়ে স্মারকলিপি পেয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
 

তাওহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়