ঢাকা     বুধবার   ২২ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৮ ১৪৩১

নোয়াখালীতে বিভিন্ন ধরনের অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২ সেপ্টেম্বর ২০২৪  
নোয়াখালীতে বিভিন্ন ধরনের অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। 

এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়ননের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি পিস্তল, দুটি এলজি, একটি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শটগানের কার্তুজ, দুই রাউন্ড টিয়ারগ্যাস শেল, তিনটি ককটেল, দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা ও তিনটি অস্ত্রের ম্যাগাজিন জব্দ হয়।

গ্রেপ্তারকৃত মো. শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিপন ও তার সহযোগীরা এলাকায় মারামারি দাঙ্গা-হাঙ্গামাসহ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, আটককৃত যুবককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়