ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

নোয়াখালীতে পানিবন্দি এখনো ১৮ লাখ মানুষ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২ সেপ্টেম্বর ২০২৪  
নোয়াখালীতে পানিবন্দি এখনো ১৮ লাখ মানুষ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে এখনো অনেক নিচু এলাকায় পানি থাকায় ঘরে ফিরতে পারছে না আশ্রয়কেন্দ্রে যাওয়া বানভাসীরা। জেলায় বর্তমানে পানিবন্দি আছেন প্রায় ১৮ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় ২ লাখ বন্যাদুর্গত। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন সূত্রে এ কথা জানা গেছে। 

জানা গেছে, জেলার ৯টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় বন্যার কবলে পড়ে। এসব উপজেলায় এখনো কোথাও হাঁটু বা কোথাও গোড়ালি সমান পানি রয়েছে। ফলে দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আট উপজেলায় পানিবন্দি আছেন ১৭ লাখ ৮৭ হাজার ৩০০ জন মানুষ। ১ হাজার ৬৩টি আশ্রয়কেন্দ্রে এখনো অবস্থান করছেন প্রায় ২ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪৫ লাখ টাকা, ১ হাজার ৭০০ মেট্রিক টন চাল, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গো-খাদ্য বন্যাদুর্গতদের মধ্যে বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলায় বন্যায় বিভিন্নভাবে মৃত্যু হয়েছে ১১ জনের।

আরো পড়ুন:

জেলা রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, জেলায় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দুর্গত মানুষদের খাদ্য দেওয়া হয়েছে। এখন তারা কাজ করছে বিশুদ্ধ পানি নিয়ে। প্রতিদিন তারা ঘণ্টায় ১৪০০ লিটার বিশুদ্ধ পানি দিচ্ছে বিভিন্ন এলাকার মানুষদের। আগামীকাল মঙ্গলবার থেকে তারা ত্রাণ সহায়তা হিসেবে খাবারের প্যাকেজ চালু করবে।

নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার আঁখি নুর জাহান নীলা বলেন, ‘সদর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন ইউনিয়নে এখনো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদেরও ত্রাণ দেওয়া অব্যাহত আছে।’

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। খাল-নালা-জলাশয় পরিষ্কার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ কেটে পানি চলাচলের পথ স্বাভাবিক করা হচ্ছে। বৃষ্টি না হলে পরিস্থিতির আরো উন্নতি হবে।’

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়