ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

কুড়িগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২ সেপ্টেম্বর ২০২৪  
কুড়িগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে মারা যায় তারা।

মারা যাওয়া শিশুদের নাম সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০)। তারা একই গ্রামের রবিউল ইসলামের সন্তান। 

স্থানীয়রা জানান, আজ বিকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় শিশু সিফাত। এসময় সে পুকুরের পানিতে পড়ে যায়। ছোট ভাইকে ডুবতে দেখে রিয়া মনি তাকে উদ্ধারে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। এসময় ভাই-বোন পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন সিফাত ও রিয়াকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে সিফাতকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন তার মা। পরিবার ও আশপাশের লোকজন পুকুরে নেমে সিফাতের মরদেহ উদ্ধার করে। পরে জাল টেনে পুকুর থেকে রিয়া মনির মৃতদেহ উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়