ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৩১, ২ সেপ্টেম্বর ২০২৪
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে মিছিল

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে আনার দাবিতে ও তার বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা ও সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ মিছিলের আয়োজন করে।

আরো পড়ুন:

বকুলতলা চত্বরে প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজুল করিম রিয়াজ, কাজী সাকিব, সাদমান সাকিব শুভ, পৌর ছাত্রলীগের সদস্য হিমেল আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের সদস্য কাজী বাপ্পী ও সাগর আহম্মেদ সোহান বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে তারা শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাদল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়