দুপুরে রাইজিংবিডিতে সংবাদ, বিকেলে নোটিস পৌরসভার
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির খালপাড় এলাকায় আশিক রহমান শাহিন নামে একজনের বিরুদ্ধে ইমারত আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ ওঠে। এ বিষয়ে দেশের জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডিতে ৩ সেপ্টেম্বর দুপুরে ‘অনুমতি সাতলার হলেও আটতলার নির্মাণ, নির্বিকার পৌরসভা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিকেলে ওই ভবন মালিককে নোটিস দিয়েছে পৌরসভা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জেসমিন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিসে বলা হয়েছে, ২০২০ সালে গঙ্গাধরপট্টি এলাকার বনগ্রাম মৌজায় খতিয়ান নং আরএস ৫৪১, দাগ নং আরএস ৬১, জমির পরিমাণ ৪ শতাংশের ওপর সাততলা ভবন নির্মাণের অনুমতি নেন আশিক রহমান শাহিন। বর্তমানে ভবনটির উদ্ধর্মুখী নির্মাণ কাজ বন্ধে মৌখিকভাবে বলা হলেও নির্মাণ চালিয়ে যাওয়ায় নির্মাণ কাজ বন্ধের অনুরোধ করা হলো। সেই সাথে অনুমোদিত বিহীন অংশ অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় পৌর আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন : অনুমতি সাততলার হলেও চলছে আটতলার নির্মাণ, নির্বিকার পৌরসভা
উল্লেখ্য, আশিক রহমান শাহিন সাততলা ভবনের অনুমতি পেলেও আট তলার নির্মাণ কাজ শুরু করেছেন। এতে ওই ভবনের আশেপাশে বসবাসকারীরা ঝুঁকির মধ্যে পড়েছেন। ওই নির্মাণাধীন ভবনের পাশের বাসিন্দা সেলিনা আক্তার নামে এক ভুক্তভোগী আটতলার নির্মাণ কাজ বন্ধে পৌরসভায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর পৌরসভার প্রকৌশলী বিভাগ নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেও কাজ বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। পরে রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ওই ভবন মালিককে নোটিস করেছে পৌরসভা।
চন্দন/সনি