ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ  

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৪  
পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ  

পঞ্চগড়ের সদর উপজেলায় সততা চর্চায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রোকশানুল প্রধান লিয়নের সভাপতিত্বে মতবিনিময় ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজি। 

আরো পড়ুন:

এ সময় সহকারী পরিচালক আজমির শরিফ মারজি বলেন, ‘শুধু দুর্নীতির কারণে দেশের অনেক বড় বড় অর্জন আমরা ধরে রাখতে পারিনি। তরুণ ছাত্র সমাজের আন্দোলনের ফলে সাম্প্রতিক সময়ে আমাদের একটা বড় অর্জন হয়েছে। এমন অর্জন ধরে রাখতে হলে সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা কার্যক্রমও জোরদার করতে হবে।’   

এ সময় অন্যান্যদের মধ্যে প্রবীণ সাংবাদিক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ, শাহীনা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, জ্যামিতি বক্স, পানির পট ও স্কেল বিতরণ করা হয়।

জেলার তেতুঁলিয়া উপজেলায় ও পরে আটোয়ারী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়েছে।
 

নাঈম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়