ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

স্কুল মাঠ থেকে গরুর হাট অপসারণের দাবিতে সড়ক অবরোধ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২৪
স্কুল মাঠ থেকে গরুর হাট অপসারণের দাবিতে সড়ক অবরোধ

মাগুরায় স্কুল মাঠ থেকে গরুর হাট অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মাগুরা-যশোর সড়কের সিমাখালি বাজারে সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, সিমাখালি স্কুল অ্যান্ড কলেজের মাঠে দীর্ঘ দিন ধরে গরু ছাগলসহ নানা পণ্যের হাট বসে আসছে। যে কারণে শিক্ষার্থীদের মাঠটি ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল। দীর্ঘ দিন ধরে হাটটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছিল শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু বিভিন্ন সময় হাট অপসারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় অবরোধের ডাক দেওয়া হয়।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী বলেন, স্কুল মাঠ থেকে গরুর হাট সরিয়ে নেওয়ার জন্য সড়ক অবরোধ করা হয়েছিল। এর ফলে যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে হাটটি অন্যত্রে সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নিয়েছে।

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়