চরাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৬০০ গ্রাহক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের সাড়ে ৬০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পদ্মা নদীতে স্রোতের তোড়ে দুটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় ওই এলাকায় বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। ফলে উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া চরে গত ৮ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম বিপাকে পড়েছে এখানকার মানুষ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, নদীর পানি কমলে অফগ্রীড এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করা হবে। তাদের ধারণা এ লাইন মেরামতে প্রায় মাস খানেক সময় লাগতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, আকস্মিক পদ্মা নদীতে পানি বৃদ্ধি হলে স্রোতের তোড়ে শিবগঞ্জের সাত্তারের ঘাট এলাকার ভাঙন সৃষ্টি হয়। এতে সেখানে থাকা একজোড়া বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ২৬ আগস্ট দুপুর থেকে অফগ্রীড এলাকা নিশিপাড়া চরে প্রায় ৬৫০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিশিপাড়া চরে ভাঙন কবলিত মানুষের বসবাস। এখানে আছে বাবুপুর, কদমতলা, সেতারাপাড়া, চরলক্ষিপুরসহ অন্তত ৭টি মহল্লা। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাদের।
আশরাফুর ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, পদ্মা নদীর তীব্র স্রোতে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে যাওয়ায় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছি। যার কারণে অনেক কাজ আটকে আছে। এতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা টানা-পড়েন শুরু হয়েছে। বাচ্চাদের লেখা পড়ার বেশি সমস্যা হচ্ছে। তারপরে গরমতো আছেই।
শরিফুল ইসলাম নামে এক ব্যাটারি চালিত অটোরিকশার চালক বলেন, গত কয়েকদিন ধরে এমনই অন্ধকারে আছি। তারপরেও আয়ের যে মাধ্যম অটোরিকশা, সেটিও চার্জ দিতে পারছি না। যার কারণে আয়-রোজগারও বন্ধ হয়ে আছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের কঠিন সময় অপেক্ষা করছে।
মুদি দোকানি সালাহউদ্দীন বলেন, বিদ্যুৎ না থাকায় ফ্রিজের খাবার-দাবার নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে এখানকার দোকানিদের।
শিবগঞ্জের পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে দুটি খুঁটি হেলে পড়ে যায়। ওই জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার ফলে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে নিশিপাড়া চরের মানুষজন খুব কষ্টে জীবনযাপন করছে। এই বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, পদ্মা নদীর স্রোতের তোড়ে একজোড়া বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সেখানে শুকনো জায়গা না থাকায় ওই লাইন মেরামত করা সম্ভব হচ্ছে না। নদীর পানি কমে গেলে ওই লাইন মেরামত করে নিশিপাড়া চরে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
এই লাইন মেরামতে প্রায় মাস খানেক সময় লাগতে পারে বলে ধারণা এই প্রকৌশলীর।
মেহেদী/ইমন