ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৪  
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাহাদুরপুর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর ছেলে।

কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, কাস্তুল হাওরে জাহাঙ্গীর ও তার দুলাভাই হারিছ মিয়া নৌকা দিয়ে জাল থেকে মাছ ধরতে যান। হারিছ পানিতে নেমে জাল উত্তোলন করার সময় জাহাঙ্গীর ওপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে অন্য জেলে ও স্বজনেরা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকর আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।’

রুমন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়