ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

রাজবাড়ীতে মোটরসাইকেল থকে পড়ে নারীর মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৪
রাজবাড়ীতে মোটরসাইকেল থকে পড়ে নারীর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাপুর মোড় এলাকার ঢাকা- কুষ্টিয়া মহাসড়কে মারা যান তিনি। এ ঘটনায় মারা যাওয়া নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন

মারা যাওয়া নারীর নাম সোনালী আক্তার (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।  

পাংশা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ জানান, কুষ্টিয়া থে‌কে একটি মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ঢাকায় যা‌চ্ছিলেন। কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় স্পিড ব্রেকার পার হওয়ার সময় মোটরসাই‌কেল থে‌কে ছিটকে প‌ড়েন আল আমিন ও সোনালী আক্তার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

আরো পড়ুন:

রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়