সাংবাদিক নাদিম হত্যা: ৯ জনকে আসামি করে চার্জশিট
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় নয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত ২৭ আগস্ট জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেওয়া হয়।
চার্জশিটে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। অন্য আসামিরা হলেন, রাকিবিল্লাহ রাকিব, রেজাউল করিম, শরিফ মিয়া, মনিরুজ্জামান মনির, বাদশা মিয়া, মো. শাহজালাল, মো. শফিকুল ইসলাম ও মো. তোফাজ্জল মিয়া। মামলার এজাহারের দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ২৭ জনকে বাদ দেওয়া হয়েছে। ফাহিম ফয়সাল রিফাত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ছেলে।
গত বছরের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪ডটকম-এর স্থানীয় প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পর দিন হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় ১৮ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম। সেই মামলা প্রথমে বকশীগঞ্জ থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা এবং সর্বশেষ সিআইডি তদন্তের দায়িত্ব পায়।
শোভন/বকুল