ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাগুরায় বিভিন্ন দাবিতে গণকমিটির সমাবেশ 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২৪
মাগুরায় বিভিন্ন দাবিতে গণকমিটির সমাবেশ 

বর্ধিত পৌর কর প্রত্যাহার করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়াসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে গণকমিটি মাগুরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চৌরঙ্গী মোড়ে অবস্থিত মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন সংগঠনটির সদস্যরা। 

সংগঠনটির সদস্যদের অন্যদাবিগুলোর মধ্যে রয়েছে- মাগুরায় বন্ধ টেক্সটাইল মিল চালু করা ও কর্মসংস্থান সৃষ্টি করা এবং নিত্যপণ্যের দাম কমানো।

গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য সুদেব চক্রবর্তী। সমাবেশ পরিচালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য ভবতোষ বিশ্বাস জয়। 

বক্তারা বলেন, ‌সম্প্রতি মাগুরা পৌরসভায় পৌরকর বিগত বছরের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পৌরবাসীর সঙ্গে কোনো আলোচনা ছাড়া, পূর্ব কোনো নোটিস ছাড়া এই কর বৃদ্ধি করা হলো তা আমরা অবগত নই। মাগুরা পৌরসভার বিরুদ্ধে এখানকার বাসিন্দাদের অনেক অভিযোগ আছে। পৌরকর দেওয়ার পরও তেমন নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যায় না। এখানে কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে। শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারের ভালো কোনো ব্যবস্থাপনা নেই। শহরে নারী ও পুরুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নেই। বিভিন্ন এলাকায় সড়কে লাইট নেই বা নষ্ট। অনেক এলাকায় সড়ক ভাঙাচোরা, খানাখন্দে ভরা। ফলে যাতায়াতে মানুষদের দুর্ভোগ পোহাতে হয়। 

বক্তরা আরও বলেন, পৌরসভার সব এলাকায় নিয়মিত মশার ওষুধ দেওয়া হয় না। মাগুরা টেক্সটাইল মিল অনেক বছর ধরে বন্ধ আছে। মাগুরা দেশের কোনো প্রান্তিক এলাকা না। মাগুরা থেকে ঢাকা, মোংলা বন্দর কাছে এবং যোগাযোগ ভালো। মাগুরায় ধান ও পাটসহ কৃষিপণ্য উৎপাদন হয় ভালো। নবগঙ্গা, মধুমতি, ফটকিসহ বেশকিছু নদী আছে। তাহলে কেন এই জেলায় শিল্প কলকারখানা করা হবে না?’ 

শাহীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়