ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়া অব্যাহত 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৪  
কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়া অব্যাহত 

কাপ্তাই বাঁধ। ফাইল ফটো

রাঙামাটিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া অব্যাহত রয়েছে। বর্তমানে ১৬টি জলকপাট ৪২ ইঞ্চি খুলে হ্রদের ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের। তিনি জানান, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা রয়েছে ১০৮.৩৪ ফুট।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি জানানো হয়। সেদিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে পানি ছাড়া শুরু হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগেই জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
 

আরো পড়ুন:

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়