আন্দোলন শেষে কাজে ফিরলেন সিমেন্ট কারখানার শ্রমিকরা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালীগঞ্জে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত সেভেন রিং সিমেন্টের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কথা বলে আন্দোলনকারী শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে, গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, গতকাল সকালে কারখানার ট্রাক ড্রাইভারা প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার ব্যাগ প্লান্টসহ অন্য শ্রমিকরা বিক্ষোভে যোগ দেন।
শ্রমিকরা জানান, তারা কয়েক দফা দাবিতে আন্দোলন করেছেন। এর মধ্যে রয়েছে- ব্যাগ প্লান্টের শ্রমিকদের দাবি নুন্যতম বেতন ১৫ হাজার টাকা। ৫ বছরের উপর যারা কাজ করছেন তাদের ২০ হাজার টাকা বেতন দিতে হবে। প্রোডাকশন ও ওভার টাইম বোনাস প্রতি মাসে দিতে হবে। সরকারি সব ছুটি নিশ্চিত করতে হবে। লভ্যাংশে কোনো বৈষম্য করা যাবে না। সিমেন্ট ও ব্যাগ প্লান্টে লাভের অংশ সমানভাবে দিতে হবে। ফুড অ্যালাউন্স বৃদ্ধি করতে হবে। ডিউটিরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে ৫ লাখ টাকা দিতে হবে। কারণ বসত কেউ ডিউটিতে না আসলে অনুপস্থিত দেখানো যাবে না। শ্রমিকদের অব্যহতি বন্ধ করতে হবে।
সেভেন রিং সিমেন্ট কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নিয়াজ মাহমুদ বলেন, ‘গতকাল সকাল থেকে তারা (শ্রমিক) বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে। আজকে বিকেলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তাদের কাজে ফিরিয়ে আনা হয়েছে।’
রফিক/মাসুদ