ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে সাগরে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৪ সেপ্টেম্বর ২০২৪  
কক্সবাজারে সাগরে নেমে পর্যটক নিখোঁজ

ফাইল ফটো

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মোহাম্মদ সজীব (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এসময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় ৪ জনকে জীবিত উদ্ধার করেন লাইফগার্ড কর্মীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

নিখোঁজ মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আরো পড়ুন:

নিখোঁজের স্বজন ও বন্ধুদের বরাতে ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, ‘আজ সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে ৫ জন স্রোতের টানে ভেসে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা চার জনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও একজন ভেসে যায়। সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।’

নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়