ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

চাটমোহরে লালন চর্চা কেন্দ্রে তালা দেওয়ার অভিযোগ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৪ সেপ্টেম্বর ২০২৪  
চাটমোহরে লালন চর্চা কেন্দ্রে তালা দেওয়ার অভিযোগ

রেলবাজার লালন চর্চা কেন্দ্রে তালা দিচ্ছেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস

পাবনার চাটমোহরে মাদকের আখড়া দাবি করে লালন চর্চা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রেলবাজার লালন চর্চা কেন্দ্র নামে পরিচিত আখড়ায় মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের নেতৃত্বে তালা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে রেলবাজার লালন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে ফানটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মূলগ্রাম ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সেখানে পরিষদের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, ‘লালন চর্চা কেন্দ্রকে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা মাদকের আখড়ায় পরিণত করেছে। এখানে বিভিন্ন ধরনের মাদকের কারবার করতেন তারা। তাই আজ বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে এই মাদকের আখড়ায় তালা দিয়ে দিলাম।’

তিনি আরো বলেন, ‘অবৈধ সরকারের অবৈধ ভোটের নির্বাচনে বকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন। তাকে জনগণ ভোট দেয়নি। যেহেতু, তিনি পরিষদে নিয়মিত আসেন না, তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।’

এ বিষয়ে মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল বলেন, ‘আমি নিয়মিত পরিষদের গিয়ে দায়িত্ব পালন করছি। কেউ বাধা দেয়নি। আমি পালিয়ে যাইনি। আমি কোনো অনিয়ম-দুর্নীতি করিনি বা কাউকে হয়রানি করিনি যে পালিয়ে যেতে হবে। বিএনপি নেতাকর্মীরা পরিষদের তালা দিয়ে যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‌‘ঘটনাটি শুনেছি। সেখানে (লালন চর্চা কেন্দ্রে) মাদকের আখড়া বসতো কি না জানা নেই। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়