ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

খাটের নিচে মিললো শিশুর মরদেহ, সৎমা আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৪
খাটের নিচে মিললো শিশুর মরদেহ, সৎমা আটক

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের বসত ঘরের খাটের নিচ থেকে খাদিজা আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করা হয়েছে।  

মারা যাওয়া খাদিজা একই গ্রামের তুহিন শেখের মেয়ে।

এলাকাবাসী জানান, খাদিজার আপন মা দেড় বছর আগে অন্যত্র গিয়ে বিয়ে করেছেন। মাস খানেক আগে খাদিজার বাবা তুহিন শেখ আয়শা খাতুনকে বিয়ে করেন। আজ তুহিন শেখের বসত ঘরের খাটের নিচ থেকে খাদিজার মরদেহ উদ্ধার করলো পুলিশ।

আরো পড়ুন:

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাটের নিচ থেকে খাদিজার মৃরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার সৎ মা আয়শা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়