ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

চট্টগ্রামে আবাসিক ভবনের পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে আবাসিক ভবনের পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ

চট্টগ্রাম মহানগরীর জামাল খান সড়কে একটি আবাসিক ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। 

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ‘সানমার বিল্ডিং’ নামের একটি ভবনের পার্কিং থেকে ‘চট্ট-মেট্রো-ঘ-১১-৫৩৪৪ নম্বরের পাজেরো গাড়িটি জব্দ করে কোতোয়ালি থানা পুলিশ। একই ভবনের পার্কিং-এ এস আলমের আরও দুটি গাড়ি থাকলেও পুলিশ আসার আগে তা সরিয়ে নেওয়া হয় বলে পুলিশ জানায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক গাড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জামালখান সড়কের একটি ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি দামি গাড়ি জব্দ করা হয়েছে। বিআরটিএ’র নিবন্ধনে গাড়িটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত। রেজিস্ট্রেশনে নগরীর আসাদগঞ্জ এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন একটি ভবনের ঠিকানা রয়েছে।

রেজাউল করিম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়