ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৪  
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শাকিল হোসেন নিহত হয়েছে।

আরিফুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়