ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা কিশোর গ্রেপ্তার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৫ সেপ্টেম্বর ২০২৪  
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা কিশোর গ্রেপ্তার 

গ্রেপ্তা রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র ও গুলিসসহ রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার কিশোর উখিয়া বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ, ব্লক-এ/৫৪ এর বাসিন্দা। 

অরিক্তি পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকায় কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সংবাদে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। তাকে তল্লাশি করে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  

আরো পড়ুন:

উদ্ধার অস্ত্র-গুলিসহ কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তারেকুর/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়