গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় অটোরিকশা চোর সন্দেহে ওই যুবককে আটক করা হয়। এ সময় উৎসুক জনতা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
রেজাউল/কেআই