মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাতিসা নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মো. মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), মামুনের পাঁচ মাস বয়সী শিশু সন্তান সাইমন এবং মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাষ্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)।
নিহত মামুনের ভাই মো. হানিফ বলেন, মামুন সপরিবারে ঢাকায় থাকতেন। দুই দিন আগে বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে ফেনীতে আসেন। আজ ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি নষ্ট ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ট্রাককে ধাক্কা দেয়। সে সময় মাইক্রোবাসের পেছনে স্টার লাইনের পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
রুবেল/কেআই