ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

‘নইলে বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন হবে’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ৬ সেপ্টেম্বর ২০২৪  
‘নইলে বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন হবে’

নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ স্বৈরাচার পতনের জন্য গণঅধিকারসহ ৪২টি দল যুগপৎ আন্দোলন করেছে। যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায়, তবে তাদের সঙ্গে জোট হবে এবং রাজনৈতিক সমঝোতা হবে। নইলে বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।’ 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীতে সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নূরুল হক নুর বলেন, ‘কোনো দল যেন এককভাবে সংসদে গিয়ে মাতব্বরি করতে না পারে তাই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। প্রতিটি রাজনৈতীক দল যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কী হয় তা গত ৫০ বছর দেখেছি। কোনো দলকে আর এককভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন,  ‘পত্রিকা অফিস, গার্মেন্টস ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে। দখলদারদের জন্য ছাত্ররা জীবন দেয়নি। অবৈধ অস্ত্র উদ্ধারে যেমন অভিযান পরিচালিত হচ্ছে, তেমনি এই দখলবাজদের জন্য যৌথবাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করতে হবে।’

ডাকসু’র সাবেক ভিডি বলেন, ‘গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক স্বৈরাচারী ভোট ডাকাত সরকার দেখেছে। এই দেশে তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দেবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ ও নতুন রাজনীতি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।’ 

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়