ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাদক নির্মূলে সুনাগরিকদের এগিয়ে আসতে হবে: মারুফ হোসেন 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৪  
মাদক নির্মূলে সুনাগরিকদের এগিয়ে আসতে হবে: মারুফ হোসেন 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘মাদক এক ভয়াবহ ব্যাধির নাম। এই ব্যাধি আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। তাই শিক্ষক, জনপ্রতিনিধি ও বাবা-মায়েদের সর্বদা মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সুশিক্ষিত সুনাগরিকদের এগিয়ে আসতে হবে। নিরাপদ ও শান্তির দেশ গড়তে হলে আগামীর বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যাকবলিত মানুষদের সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

ড. মারুফ হোসেন বলেন , ‘দৈহিক সৌন্দর্য ও সুস্থতা ধরে রাখতে, তারুণ্য ধরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই উপজেলার ক্রীড়াঙ্গনের খ্যাতি সারাদেশে ছড়িয়ে আছে। এই উপজেলায় অনেক তারকা ফুটবলারের জন্ম হয়েছিল। ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার প্রতি এই প্রজন্মের তরুণদের ধাবিত রাখার পদক্ষেপ সবাইকে মিলে গ্রহণ করতে হবে। তাহলে আমরা শান্তির জনপদ তৈরি করতে পারব।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘সময়ের সঙ্গে আমারা যেন খেলাধুলার অভ্যাস থেকে বিচ্ছিন্ন না হই। এই উপজেলা থেকে আগামীর দিনগুলোতে দেশ সেরা খেলোয়াড় আসবে এটা আমি বিশ্বাস করি।’ 

অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসেম, দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, ভিপি শাহাবুদ্দিন, খন্দকার মাহবুবুর রহমান তুষার, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রহুল আমিন, সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহম্মেদ প্রমুখ। 

চ্যারিটি ফুটবল খেলা শেষে প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন। খেলায় পাওয়া সব অর্থ বন্যাকবলতি মানুষের সহায়তায় ব্যয় করা হবে।

রুবেল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়