ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৪  
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী 

একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে মাহিয়া বেগম নামে এক নারী। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গিবাড়ী বাজারস্থ ইউনাইটেড ক্লিনিকে সন্তানদের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মাহিয়া বেগম উপজেলার ফজুশা গ্রামের পাপ্পু মাঝির স্ত্রী।

ইউনাইটেড ক্লিনিক হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন আমেনা খাতুন তানিয়া বলেন, মাহিয়া বেগমের গর্ভে তিনটি সন্তান ছিল। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই বিষয়টি জানা যায়। গর্ভে সন্তান থাকা অবস্থায় আমরা নিয়মিত মাহিয়া বেগমকে স্বাস্থ্যসেবা দিচ্ছিলাম। গতকাল তিনি একসঙ্গে তিনটি সন্তান প্রসব করেন। যার মধ্যে দুইটি মেয়ে এবং একটি ছেলে। প্রত্যেকটি সন্তানের জন্মের সময় দুই কেজি করে ওজন হয়েছে।‌ বর্তমানে তাদের হাসপাতালে রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। 

আরো পড়ুন:

টঙ্গীবাড়ি ইউনাইটেড ক্লিনিকের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘এক নারী একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। নারী এবং নবজাতক তিন সন্তান সুস্থ আছেন। তাদের বিশেষজ্ঞ শিশু চিকিৎসক দেখানো হয়েছে। তারা সুস্থ আছেন।’

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়