ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

দৌলতপুরে ডেঙ্গু আক্রান্ত  ২৫, নেই সরকারি উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৪
দৌলতপুরে ডেঙ্গু আক্রান্ত  ২৫, নেই সরকারি উদ্যোগ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের একটি গ্রামে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এখন পর্যন্ত সেখানে ২৫ জন মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া, এই রোগে গত ২৩ আগস্ট মেহের উদ্দিন (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত এই গ্রামের মানুষ খুব সচেতন না। যার কারণে ডেঙ্গুতে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত রোগটি মোকাবিলায়  সরকারি উদ্যোগ নিতে দেখা যায়নি।

এদিকে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, তারা এখন পর্যন্ত ৫ জনের শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত করেছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র বলছে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হলে রোগীরা রাজশাহীতে চলে যান। সেখানের হাসপাতালে তারা চিকিৎসা নেন। অনেকে বাড়ি থেকেও চিকিৎসা করান। যে কারণে সঠিক তথ্য স্বাস্থ্য বিভাগ জানাতে পারছে না।

দৌলতপুর উপজেলার ভারত সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রাম। এই গ্রামে ১০ হাজারেরে বেশি মানুষের বসবাস। গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে দেখা দিয়েছে ডেঙ্গু জ্বর। যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই রোগে সেখানে আক্রান্তদের অধিকাংশই নারী। 

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন বলেন, ‘আমার জানামতে, ২৫ জনের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হয়েছেন।’

এ বিষয়ে স্থানীয় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব বলেন, ‘সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত এই গ্রামের মানুষ খুব সচেতন না। যার কারণে ডেঙ্গুতে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। প্রয়োজন সচেতনতা তৈরি করা। এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।’

স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুস সালাম বলেন, ‘এ বছর এই এলাকায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিনের সঙ্গে এক সপ্তাহ ধরে যোগাযোগ করা হচ্ছে, তবে তিনি ডেঙ্গু রোগে কতোজন আক্রান্ত তার সঠিক তথ্য দিতে পারেননি। সর্বশেষ তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে তথ্য দিয়েছেন। তিনি জানান, মাঠকর্মীরা কাজ করছেন। যার পূর্ণাঙ্গ তথ্য আগামী রোববার দিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

কুষ্টিয়া সিভিল সার্জন আকুল উদ্দিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়