ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩২, ৭ সেপ্টেম্বর ২০২৪
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মোহাম্মদ ইব্রাহিম। ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইব্রাহিম ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পৌরসভা ছনখোলা এলাকা সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারেকু্র/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়