ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩২, ৭ সেপ্টেম্বর ২০২৪
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১০

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন করপোরেশন নামে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ পক্ষ থেকে জানানো হয়, জাহাজ কাটার সময় সিপিআরডে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

রেজাউল/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়