ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

আওয়ামী দোসরকে রামেবির ভিসি না করার দাবি

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৪  
আওয়ামী দোসরকে রামেবির ভিসি না করার দাবি

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের কোন দোসরকে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য নিয়োগ না দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানটির সামনে এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, রামেকের সাবেক উপাধ্যক্ষ এবং পাবনা ও নওগাঁ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. বুলবুল হাসান ভিসি হতে বায়োডাটা জমা দিয়েছেন। তাকে ভিসি হিসেবে রামেকের শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে অ্যাখা দেন।

রামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব রানা বলেন, ‘ডা. বুলবুল হাবিবকে যদি ভিসি করা হয়, তাহলে ছাত্রসমাজ তা মেনে নেবে না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আওয়ামী লীগের এই দোসরকে ভিসি করা হলে ছাত্রসমাজ তার কার্যালয়ে তালা দিতে বাধ্য হবে।’

কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক তারিক তুরান, রামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত রায়হান, রাকিবুল ইসলাম, পঞ্চম বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেয়া/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়