ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিদুর্ঘটনায় ট্রেড ইউনিয়ন ফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৪  
শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিদুর্ঘটনায় ট্রেড ইউনিয়ন ফোরামের নিন্দা

চট্টগ্রামের সীতাকুণ্ডে এস এন কর্পোরেশন নামক শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিদুর্ঘটনায় ১২ জনের অধিক শ্রমিক মারাত্মক আহত হয়েছে। এরমধ্যে ৬ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় ওই ৬ শ্রমিককে ইতোমধ্যে আইসিউতে ভর্তি করা হয়েছে। 

এই দুর্ঘটনার প্রেক্ষিতে জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শফর আলী ও এ এম নাজিম উদ্দিন এবং জাহাজ ভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক মহির উদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বয়ক মুহাবুব আলম এক যুক্ত বিবৃতিতে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ‘বিগত ৩ জুলাই ফোর স্টার শিপ ব্রেকিং ইয়ার্ডে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় চার জন শ্রমিক মারাত্মক আহত হয়েছিল। তখন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শন রিপোর্টে মালিক পক্ষের সুস্পষ্ট ত্রুটি ও অবহেলার প্রমাণ পাওয়া সত্ত্বেও ফোর স্টার শিপ ব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করেনি। তারই ফলস্বরূপ আজ এমন ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।’ 

তারা আরও বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা নিকট অতীতে ঘটেনি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আজকের দুর্ঘটনা ঘটেছে এস এন কর্পোরেশন নামক একটি গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে। গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এমন ভয়াবহ দুর্ঘটনা প্রমাণ করে শিপ ব্রেকিং সেক্টরে এখনো নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলা সম্ভব হয়নি।’

নেতৃবৃন্দ বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে দ্রুত শিল্প ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ তদারকীতে তদন্ত কমিটি গঠন করে তা জনগণের কাছে দ্রুত পেশ করতে হবে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।’

আহত শ্রমিকদের চিকিৎসাকালীন সবেতন ছুটি এবং সুস্থ না হওয়া পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।

রেজাউল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়