ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৪
দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

চট্টগ্রামে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির সাজা মওকুফের পর কারামুক্ত হয়ে ১৪ জন দেশে ফিরেছেন। এর মধ্যে ১২ জন ফিরেছেন চট্টগ্রামে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, আমিরাতে ক্ষমা পাওয়া ১২ জন বাংলাদেশি এয়ার অ্যারাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এছাড়া, দুজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। এ ঘটনায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিন জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান। এর আগে মুহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেন।

রেজাউল করিম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়