ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে চাঁদের গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৪
কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে চাঁদের গাড়ি

চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে একটি চাঁদের গাড়ি (জীপ) কর্ণফুলী নদীতে পড়ে গেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী শহর অভিমুখী একটি চাঁদের গাড়ি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় গাড়িতে চালকসহ দুই জন যাত্রী ছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুর রহমান বলেন, কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি চাঁদের গাড়ি ডান পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। গাড়ির চালকসহ দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছে। তবে গাড়িটি প্রবল স্রোতের কারণে দূরে ভেসে গেছে।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়