কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- লক্ষিকোলা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন (১২) ও আকছেদ মন্ডলের ছেলে আশিক আহমেদ (১১)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে পাঁচ শিশু। এ সময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কাঞ্চন/কেআই