ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মহেশখালীতে দেশীয় মদের কারখানা ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২৪  
মহেশখালীতে দেশীয় মদের কারখানা ধ্বংস

কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে নৌবাহিনী।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে এ অভিযান চালানো হয়।

নৌবাহিনীর পক্ষে জানানো হয়েছে, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনায় পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানার খবর পাওয়া যায়। সেই সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালায় নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। 

অভিযানে ২০০ লিটার বিক্রয় উপযোগী মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় নৌবাহিনী।

নৌবাহিনী আরও জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

তারেকুর রহমান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়