ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

হিরো আলমের ওপর হামলায় বিএনপির কেউ জড়িত নয়: রেজাউল করিম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৪  
হিরো আলমের ওপর হামলায় বিএনপির কেউ জড়িত নয়: রেজাউল করিম

হিরো আলমের উপর হামলার ঘটনায় নিজ দলের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। একইসঙ্গে হামলার দায় বিএনপির ওপর চাপানোর প্রতিবাদ জানিয়েছেন তিনি। 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম বাদশা বলেন, ‌‘হিরো আলমের উপর যখন হামলা হয়, তখন অনেক সাংবাদিক ছিলেন, প্রশাসনের লোকজন ছিলেন। ভিডিওটি আমরা বারবার পর্যালোচনা করেছি। সেখানে বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ ছিলেন না এবং আপনারাও কেউ বলতে পারবেন না সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন। এখানে কে বা কারা কোন কারণে হয়তো তাকে (হিরো আলম) আঘাত করেছে। সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা নিন্দা জানিয়েছি। সেই সঙ্গে তিনি অহেতুক কী কারণে বিএনপির ওপর দায় চাপাচ্ছেন সে জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘ইদানিং আমরা লক্ষ্য করছি, কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়। এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি, বিএনপি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে এবং বিএনপির ওপর দোষারোপ করছে।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা জানেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে তাকে সরাসরি দল থেকে বহিষ্কারের জন্য। ইতোমধ্যে আমরা বগুড়াসহ বিভিন্ন জায়গায় এই দৃষ্টান্ত দেখেছি।’ 

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়