ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২৪
শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় যুবক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী যুবক নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত গাড়ি পথচারী যুবককে (২৫) চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে থানা পুলিশের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মামুন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়