হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) তিনকোনা পুকুরপারের হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ডেইলি নিউএইজ’র জেলা প্রতিনিধি ও বাংলাকণ্ঠ পত্রিকার সম্পাদক এস এম খোকন।
সাধারণ সম্পাদক নিউজ হবিগঞ্জ’র সম্পাদক সাইফুদ্দিন জাবেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডা. শেখ এম এ জলিল, সহ-সভাপতি রাইজিংবিডি ডটকম জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, অর্থ-সম্পাদক নিরাপদ নিউজের জেলা প্রতিনিধি শেখ তানভীর হোসেন, প্রচার সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক দৈনিক জাতীয় অর্থনীতি জেলা প্রতিনিধি শাহ মামুনুর রহমান, নির্বাহী সদস্য দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি ও দৈনিক সেরা কণ্ঠ’র সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু প্রমুখ।
এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হবিগঞ্জ জেলার প্রত্যিকটি উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো দ্রুত পুনর্গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রতিমাসের শেষ শনিবার সাধারণ সভা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।
মামুন/টিপু