ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আলোচনা সভা 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৪  
কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে আলোচনা সভা 

গাজীপুরের কালীগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যুব সমাজ এবং স্থানীয় প্রশাসনের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইয়ুথ ফোরাম ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়রের (ডরপ) যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলু। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর এ এলাহির সভাপতিত্বে ও ডরপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন। 

এ সময় যুব ফোরাম, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ডরপের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

রফিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়