ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৪  
কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান।

সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, ‍গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভারতের পুরীর নিকট দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উড়িষ্যা ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দূর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা, ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেন এ আবহাওয়াবিদ।

আরো পড়ুন:

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়