ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৯ সেপ্টেম্বর ২০২৪  
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে দুই শিশুসহ এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হিজলদী সীমান্তের সুলতানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- শেরপুর জেলার নওখোলা উপজেলার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মোছা. মনিকা খাতুন (২১) ও তার বোন মোছা. রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মোছা. মরিয়ম আক্তার জুলি (১৫)।

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাচ্ছেন বলে খবর আসে। এরই ভিত্তিতে হিজলদী বিওপির হাবিলদার তিমথি চাকমার নেত্বেত্বে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় হিজলদী সীমান্তের সুলতানপুর এলাকা থেকে দুই শিশুসহ এক নারীকে আটক করা হয়। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন:

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়