ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

নাটোরে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৯ সেপ্টেম্বর ২০২৪  
নাটোরে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

রায়ের পর আসামি জাহেদুল ইসলামকে কারাগারে নেওয়া হয়

নাটোরের লালপুর উপজেলায় শ্যালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে দুলাভাই মো. জাহেদুল ইসলামকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম লালপুর উপজেলার বাসিন্দা।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিশেষ পিপি আনিসুর রহমান রায়ের তথ্য জানান। তিনি জানান, জাহেদুল ইসলাম তার শ্যালিকার (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২০২১ সালের ১৫ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির লোকজন না থাকায় শ্যালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি অপহরণ করে কুষ্টিয়ায় এক চাচাত ভাইয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করেন জাহেদুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় ১৬ মার্চ ভিকটিমের বাবা বাদী হয়ে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

আরো পড়ুন:

পিপি আনিসুর রহমান আরও জানান, লালপুর থানার তৎকালীন পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক তদন্ত শেষে জাহেদুলকে অভিযুক্ত করে একই বছরের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়