ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ববিতে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় 

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ৯ সেপ্টেম্বর ২০২৪  
ববিতে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময় হয়। ববি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়। 

সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ (ঢাবি), সানজানা আফিফা অদিতি (ঢাবি), এম এ সাঈদ (ঢাবি), রাইয়ান ফেরদৌস (ঢাবি), সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ), হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা করিম মিমি, শহিদুল ইসলাম শাহেদ (ববি), তৌহিদ আহমেদ আশিক (শেকৃবি) ও জিহাদ হোসাইন (ঢাকা কলেজ)।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশের ছাত্র-জনতা। এ অভ্যুত্থানের লক্ষ্য অতীতের গণঅভ্যুত্থানের মতো বেহাত হতে দেবো না। তাই দেশ সংস্কারে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নয়ত অভ্যুত্থানের মূল লক্ষ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে ব্যর্থ হবো। 

আরো পড়ুন:

বক্তারা আরও বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম দেশকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজ মুক্ত করতে চাই। সীমান্তে গণহত্যা ও পানি ছেড়ে মানুষ হত্যা বন্ধে কাজ করতে চাই। অতীতের অভ্যুত্থানের লক্ষ্য থেকে বিচ্যুত করেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এ থেকে আমাদের সচেতন থাকতে হবে।’ 

এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেশ সংস্কারে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। মতবিনিময় শেষে কেন্দ্রীয় সমন্বয়করা গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
 

আরিফুর/বকুল   

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়