ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ট্রাফিক ইন্সপেক্টর ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:৪২, ১০ সেপ্টেম্বর ২০২৪
ট্রাফিক ইন্সপেক্টর ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর মো. তুহিন লস্করের ব্যাংক হিসাব এবং স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে অর্জিত সমস্ত স্থাবর সম্পদ ক্রোক করেছে দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর। 

ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আকবর আলী খান গত ৪ সেপ্টেম্বর এ আদেশ দেন।

গত আগস্টের ৭ তারিখে তুহিন লস্কর ও স্ত্রী কুমকুমের প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করার আবেদন করেন দুদুকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন। তিনি জানান, তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এ সম্পদ অর্জন করেছেন।

তিনি বলেন, খুলনার হাউজিং এস্টেটে একটি ৫ তলা বাড়ি, ফরিদপুরে বিলাসস্থল ২টি ফ্লাট এবং গোপালগঞ্জ শহরে বেশ কিছু জমি তার নামে অজর্ন করেন।

স্থাবর সম্পদ ক্রোকের বিবরণে দেখা যায়, খুলনার খালিশপুরে গোয়ালপাড়া মৌজায় ১৯৮৩৫ কাঠা জমি যার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা, ১৪ নং গোয়ালপাড়া মৌজায় প্রতি তলা ১.৮০৫ কাঠা জমি ও ৫ তলা ২ ইউনিটের বাড়ি- যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা, ফরিদপুরের ১১৯ নং হাবেলী গোপালপুর মৌজায় ০০ ৩৫ শতাংশ জমি- যার মূল্য দেড় লক্ষ টাকা, ১১৯ নং: হাবেলী সোপানলপুর মৌজায় ১২০০ ব. ফুট ফ্লাট- যার মূল্য ৪০ লক্ষ টাকা, ফরিদপুরের ১১৬ নং কমলাপুর মৌজায় ১২০০ ব.ফুট ফ্লাট। যার মূল্য ৩০ লক্ষ টাকা, গোপালগঞ্জ সদরের খাটারা মৌজায় ৫.২০ শতাংশ জমি-যার মূল্য ৪০ লক্ষ টাকা, গোপালগঞ্জ সদর খাটারা মৌজায় ৭.২০ শতাংশ জমি-যার মূল্য ৯ লক্ষ টাকা, গোপালগঞ্জ সদরের ঘোড়ারা মৌজায় ৫.২০ শতাংশ জমি-যার মূল্য ৬ লক্ষ টাকা। মোট প্রায় পৌনে ৩ কোটির টাকার আয় বহির্ভূত সম্পদ।

ব্যাংক হিসাব ক্রোক তালিকায় রয়েছে, ফরিদপুর ব্র্যাক ব্যাংকে তুহিন লস্করের ব্যাংক হিসাবে নগদ ২৬ লক্ষ ৪৮ হাজার টাকা এবং তার স্ত্রীর একই ব্যাংকে ২টি আলাদা অ্যাকাউন্টে প্রায় ৮০ লক্ষ টাকা যা ক্রোক করা হয়েছে।

ট্রাফিক ইন্সপেক্টর মো. তুহিন লস্কর বলেন, আমি এ বিষয়ে আমি কিছু জানি না। এখন কোনো চিঠি পাইনি।

তামিম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়